করোনা ভাইরাসের মহামারী রোধে সমস্ত দেশে অঘোষিত লকডাউন করার ফলে খেটে খাওয়া মানুষ গুলো পড়েছে বিপদে। আর এতে গ্রামের সল্প আয়ের ও অসহায় মানুষের জীবন যেন স্থবির হয়ে পরেছে।
আর এই বিপদের সময়ে বরাবরের মতো বরিশালের উজিরপুর ও বানারীপাড়া উপজেলার বিপদগ্রস্থ ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন বরিশালের সংরক্ষিত (আসন -৩২৮) মহিলা এমপি দক্ষিনের অগ্নিকন্যা খ্যাত সৈয়দা রুবিনা আক্তার মীরা।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নির্দেশে, তার ( রুবিনা আক্তার মীরা ) পক্ষ থেকে অসচ্ছল ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
তারই ধারাবাহিকতায় বরিশালের উজিরপুর ও বানারীপাড়া উপজেলার অসচ্ছল ও অসহায় প্রায় ৬০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী হিসাবে চাল, ডাল, আলু ও তেল বিতরন করেন সৈয়দা রুবিনা আক্তার মীরা। এই দুই উপজেলা ছাড়াও অন্যান্য ৮ টি উপজেলায়ও প্রায় ১০০টি পরিবার করে এই সহায়তা পেয়েছে বলে জানা যায়।
উজিরপুর উপজেলার নরসিংহা গ্রামে সৈয়দা রুবিনা আক্তার মীরার পক্ষে খাদ্য সামগ্রী বিতরন কাজে অংশ নেন নরসিংহা রয়েল বেঙ্গল যুব সংঘ।
এসময় নরসিংহা রয়েল বেঙ্গল যুব সংঘের সভাপতি জাহিদুর রহমান জানান, আমাদের সাধ্যের সীমাবদ্ধতাও বিবেচনা করতে হবে। হয়তো, চাহিদার সবাইকে দেয়া সম্ভব হয়নি কিন্তু আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে।